বায়ার্নকে উড়িয়ে দিল মনশেনগ্লাডবাখ

ছন্দহারা বায়ার্ন মিউনিখ এবার আরও বড় ধাক্কা খেয়েছে। বুন্ডেসলিগায় টানা ছয়বারের চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 07:28 PM
Updated : 6 Oct 2018, 07:28 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে মনশেনগ্লাডবাখ। লিগে বায়ার্নের এটা টানা দ্বিতীয় হার।

ম্যাচের শুরুর দিকেই দুই গোল খেয়ে বসে বায়ার্ন। দশম মিনিটে ফরাসি ফরোয়ার্ড আলাস্সান প্লেয়ার গোলে অতিথিরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার লার্স।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। উল্টো ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জার্মান ফরোয়ার্ড পাত্রিক হের্মান।

লিগে এনিয়ে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য রইলো বায়ার্ন। লিগে গত ২৫ সেপ্টেম্বর আউক্সবুর্কের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্রয়ের তিন দিন পর হের্টা বার্লিনের মাঠে ২-০ গোলে হেরেছিল বায়ার্ন। আর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আয়াক্সের সঙ্গে ১-১ ড্র করে জার্মানির সফলতম ক্লাবটি।

সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে বায়ার্ন মিউনিখ।

আউক্সবুর্কের বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয় পাওয়া বরুসিয়া ডর্টমুন্ড ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মনশেনগ্লাডবাখ।

ভার্ডার ব্রেমেন ও হের্টা বার্লিনের পয়েন্টও সমান ১৪। গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে ব্রেমেন।