শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন

বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। নেপালকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী দলটি।

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 02:40 PM
Updated : 6 Oct 2018, 02:40 PM

সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার রাতে ১-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন নেপালকে হারায় ফিলিস্তিন।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট ফিলিস্তিনের। একটি করে জয়, হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ তাজিকিস্তান।

আগামী মঙ্গলবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফিলিপিন্সের মুখোমুখি হবে তাজিকিস্তান। পরের দিন দ্বিতীয় সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপে রানার্সআপ বাংলাদেশ লড়বে ফিলিস্তিনের সঙ্গে।

গোলশূন্য প্রথমার্ধের ত্রয়োদশ মিনিটে ফিলিস্তিনের তাহের সালাহর হেড লক্ষ্যে থাকেনি। ৬০তম মিনিটে আব্দুল্লাহ জাহেরের ফ্রি কিকে দূরের পোস্টে থাকা সালাহর হেড শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান গোলরক্ষক। ৬৯তম মিনিটে কাঙিক্ষত গোল পায় ফিলিস্তিন। বাঁ দিক থেকে জাহেরের বাড়ানো ক্রস জোরালো হেডে জালে জড়িয়ে দেন খালেদ সালেম।

তাজিকিস্তানকে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ফিলিস্তিন। একই ব্যবধানে নেপালকে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল তাজিকিস্তান।