দাবা অলিম্পিয়াডে লক্ষ্যপূরণ হয়নি বাংলাদেশের

দাবা অলিম্পিয়াডে নিজেদের সেরা সাফল্য পেরিয়ে যাওয়া নয়, উন্মুক্ত বিভাগে সেরা ৫০ দলের মধ্যে থাকার লক্ষ্য স্থির করেছিল বাংলাদেশ। কিন্তু ৫৬তম হওয়ায় সে লক্ষ্য পূরণ হয়নি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2018, 04:51 PM
Updated : 5 Oct 2018, 04:51 PM

জর্জিয়ার বাতুমিতে উন্মুক্ত বিভাগের একাদশ ও শেষ রাউন্ডে শুক্রবার পানামাকে ২.৫-১.৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলা তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিয়াউর রহমান জিতেছেন। ড্র করেছেন এনামুল হোসেন রাজীব। হেরেছেন মোল্লা আব্দুল্লাহ আল রাকিব। জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করেছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান।

সব মিলিয়ে ২৪.৫ পয়েন্ট নিয়ে ১৮৫ দেশের মধ্যে ৫৬তম হয়েছে বাংলাদেশ। ২০১২ সালে ইস্তান্বুলে হওয়া অলিম্পিয়াডের ৪০তম আসরে উন্মুক্ত বিভাগে ৩৩তম হওয়া বাংলাদেশের সেরা সাফল্য।

অবশ্য ২০১৬ সালে গত আসরের চেয়ে এবার উন্মুক্ত বিভাগে এগিয়ে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে হওয়া প্রতিযোগিতায় উন্মুক্ত বিভাগে ১৮০ দেশের মধ্যে ৭৬তম হয়েছিল দল।

মহিলা বিভাগে শেষ রাউন্ডে লিথুনিয়ার কাছে ৩.৫-০.৫ পয়েন্টে হারে বাংলাদেশ। মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন ড্র করেন। দলের বাকি তিন জনই হেরেছেন। ২১.৫ পয়েন্ট নিয়ে ১৫১ দলের মধ্যে ৭২তম হয়েছে বাংলাদেশ। গত অলিম্পিয়াডে মহিলা বিভাগে ১৩৯ দেশের মধ্যে ৭৭তম হয়েছিল দল।