'চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে বোঝা যাবে ইউভেন্তুসের শক্তি'

দলের শক্তি বাড়াতে সাম্প্রতিক সময়ে ইউভেন্তুসের বড় অঙ্কের বিনিয়োগ সফল হয়েছে কি-না তা যাচাইয়ে চ্যাম্পিয়ন্স লিগ সত্যিকারের পরীক্ষা হতে পারে বলে মনে করেন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2018, 02:02 PM
Updated : 5 Oct 2018, 02:02 PM

ঘরোয়া ফুটবলে দাপট দেখালেও অনেক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিততে পারেনি ইউভেন্তুস। ইউরোপের শীর্ষ পর্যায়ে ২৩ বছরের সাফল্যের খরা কাটাতে সবশেষ দল-বদলে অনেক অর্থ ঢেলেছে তুরিনের ক্লাবটি। রিয়াল মাদ্রিদ থেকে সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টানার পাশাপাশি সেন্টার-ব্যাক লিওনার্দো বোনুচ্চিকে দলে ফেরায় তারা।

চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা বেশ ভালো হয়েছে ইউভেন্তুসের। 'এইচ' গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে ভালেন্সিয়া ও ইয়াং বয়েজের বিপক্ষে সহজ জয় পেয়েছে দলটি।

টানা অষ্টমবারের মতো সেরি আ জয়ের লক্ষ্যেও ভালো শুরু করেছে ক্লাবটি। মৌসুমের শুরুতেই ছয় পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।

আল্লেগ্রির অধীনে গত তিন বছরে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে ইউভেন্তুস। এবার শিরোপাটি তুলে ধরা নিয়ে খুব আত্মবিশ্বাসী ৫১ বছর বয়সী এই কোচ।

"ক্লাবের বিনিয়োগের কারণে মানের দিক থেকে নিশ্চিতভাবে দলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।"

"আমরা কতগুলো শিরোপা জিতলাম-এর ভিত্তিতে দল আরও শক্তিশালী হয়েছে কি-না, মৌসুম শেষে আমরা এটা দেখব।"

"বেশ কয়েক বছর ধরে আমরা অনেক শিরোপা জিতেছি। কেবল চ্যাম্পিয়ন্স লিগই জিততে পারছি না। এটা সহজ নয়। এটা জয়ে ভাগ্য ও অন্যান্য যথার্থ উপাদান দরকার হয়।”

ইতালিয়ান শীর্ষ লিগে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় পয়েন্ট টেবিলের চতুর্দশ স্থানে থাকা উদিনেজের মুখোমুখি হবে ইউভেন্তুস।