আবারও পর্তুগাল দলে নেই রোনালদো

পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে পর্তুগাল দলে নেই ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 03:34 PM
Updated : 4 Oct 2018, 03:34 PM

রাশিয়া বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

এর আগে গত সেপ্টেম্বরে পর্তুগালের ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়া হয় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড়কে। নিষেধাজ্ঞার কারণে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে ইউভেন্তুসের ৩-০ গোলের জয়ের ম্যাচেও ছিলেন না তিনি। 

জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া পাঁচবারের বর্ষসেরা ফুটবলার পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৫৪টি ম্যাচ খেলে করেছেন ৮৫ গোল। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২০১৬ সালের ইউরো জয়ে।

তবে জাতীয় দলে রোনালদোর ফেরা নিয়ে খুবই আশাবাদী পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।

"ভবিষ্যতে জাতীয় দলে অবদান রাখা থেকে কোনো কিছুই ক্রিস্তিয়ানোকে রুখতে পারবে না।"

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যাওয়াটা মানিয়ে নিতে ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের সময়ের দরকার ছিল। আর এই কারণেই ক্রোয়েশিয়া ও ইতালির বিপক্ষে রোনালদো ছিলেন না বলে সেপ্টেম্বরে জানিয়েছিলেন সান্তোস।

১১ অক্টোবর পোল্যান্ডের মাঠে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ১৪ অক্টোবর স্কটল্যান্ডের মাঠে প্রীতি ম্যাচ খেলবে দলটি।