নেইমার ইউরোপের 'অন্যতম সেরা'

রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে দলের বিশাল জয়ে হ্যাটট্রিক করা নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পিএসজি কোচ টমাস টুখেল। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ইউরোপের অন্যতম সেরা ফুটবলার বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 02:10 PM
Updated : 4 Oct 2018, 02:10 PM

নেইমারের অসাধারণ নৈপুণ্যে প্যারিসে বুধবার রাতে 'সি' গ্রুপের ম্যাচটিতে ৬-১ গোলের জয় পায় পিএসজি।

শুরুতেই দারুণ এক বাঁকানো ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন নেইমার। দুই মিনিট পর দ্বিগুণ করেন ব্যবধান। বিরতির আগে পিএসজির হয়ে আরও দুটি গোল করেন এদিনসন কাভানি ও আনহেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধে অসাধারণ ফ্রি-কিকে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে ছয় গোল করলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার প্রসঙ্গে সাংবাদিকদের টুখেল বলেন, "নেইমার ইউরোপের অন্যতম সেরা খেলোয়াড়। কেবল নেইমারই নয়, বেশ কয়েকজন সেরা খেলোয়াড় আমাদের দলে আছে।"

"আমরা অনেক ম্যাচ জিতেছি। কারণ আমাদের সেরা সব খেলোয়াড় আছে। তাছাড়া আমরা সেরা দলও। সেটা খুব গুরুত্বপূর্ণ।"

"যখন আপনি ভালো ছন্দে থাকবেন তখন স্বচ্ছন্দে থাকাটা সহজ হয়ে যায়। নেইমারের ক্ষেত্রে ব্যাপারটা একইরকম। নিজের ফর্ম ও খেলায় তার আত্মবিশ্বাস আছে। আপনি এটা দেখতে পারেন।"

"এই মুহূর্তে সে খুব ভালো অবস্থায় আছে। নিজের ফর্মের পাশাপাশি শারীরিক দিক থেকেও সে শতভাগের কাছাকাছি আছে।"

দলের অন্যদের খেলা নিয়েও সন্তুষ্ট জার্মান এই কোচ।

"প্রতি ম্যাচেই আমরা আমাদের তীব্রতা বাড়িয়েছি। এটা আজ রাতে আমরা দেখলাম।"