আর্থারের খেলায় মুগ্ধ বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থারের খেলায় মুগ্ধতার কথা জানিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 11:16 AM
Updated : 4 Oct 2018, 11:16 AM

বুধবার লন্ডনের ওয়েম্বলিতে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৪-২ গোলে জয় পায় কাতালান ক্লাবটি। জোড়া গোল করেন মেসি। অন্য গোল দুটি করেন ইভান রাকিতিচ ও ফিলিপে কৌতিনিয়ো।

জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে অবদান রেখে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন অধিনায়ক মেসি। আলোচনা হয় দারুণ ভলিতে করা রাকিতিচের গোল নিয়েও। ভালভেরদের নজর কাড়ে দলের খেলায় আর্থারের প্রভাবও। বিন স্পোর্টসে স্প্যানিশ এই কোচ গ্রেমিও থেকে এ বছরের জুলাইয়ে কাম্প নউয়ে পা রাখা ব্রাজিলিয়ান মিডফিল্ডারের প্রশংসা করেন।

“তার কিছু দক্ষতা আছে যা কাজে আসে। সে অনেক পাস দিয়েছে। তার কাছ থেকে বল কেড়ে নেওয়াটা কঠিন। গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সে শুরুর একাদশে জায়গা করে নিয়েছে।”

টটেনহ্যামের বিপক্ষে এই জয়ে ইতালির ক্লাব ইন্টার মিলানের সমান ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা।