ভুটানকে সমীহ করে ফাইনালে ওঠার প্রত্যয় বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠার লড়াইয়ে এবার প্রতিযোগিতাটির স্বাগতিক ভুটানের মুখোমুখি বাংলাদেশ। প্রতিপক্ষকে সমীহ করে ফাইনালে ওঠার প্রত্যয়ের কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 09:06 AM
Updated : 4 Oct 2018, 09:06 AM

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। একটি করে জয়, হারে 'এ' গ্রুপের রানার্সআপ হিসেবে সেরা চারে উঠে এসেছে ভুটান। পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নেপালকে ২-১ ব্যবধানে হারানো বাংলাদেশ সেমি-ফাইনালে এসেছে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে।

কদিন আগে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের সঙ্গে অভিজ্ঞ কৃষ্ণা-মৌসুমীদের রসায়নটা বেশ জমে উঠছে বলেই ভুটানকে হারাতে আশাবাদী রব্বানী।

"ভুটান স্বাগতিক, তারা ভালো দল। ভালো খেলেই সেমিতে এসেছে। তারাও শক্তিশালী, আমরাও শক্তিশালী। তবে এই মেয়েদের অনেক যেহেতু এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে খেলেছে, তারা খেলার মধ্যে ছিল। বাকিরা দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এখন খেলছে। ফলে দলটা ছন্দ পেতে শুরু করেছে। আশাকরি শেষ ম্যাচ দল ভালো করবে।"

পাকিস্তানের বিপক্ষে সাত গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার হাঁটুর হালকা চোট নিয়ে দুর্ভাবনা আছে রব্বানীর। তবে দলের বাকি ফরোয়ার্ডদের ওপরও আস্থা আছে তার।

"নেপাল ম্যাচে কয়েকজন হালকা চোট পেয়েছে। স্বপ্না ছাড়া সবাই ভালো আছে; সে হাঁটুর নিচে ব্যথ্যা পেয়েছে। কাল পর্যন্ত ওকে দেখব। তারপর সিদ্ধান্ত নিব।"

"স্বপ্না না থাকলেও সমস্যা নেই। দলের বাকি যারা আছে তাদেরও গোল করার সামর্থ্য রয়েছে। প্রথম ম্যাচে সানজিদা, মার্জিয়ারাও ভালো করেছে। মেয়েরা সেমি-ফাইনাল জয়ের জন্যই খেলবে।”