হারের জন্য ভাগ্যকে দুষছেন রিয়ালের নাচো

চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর মাঠে ১-০ গোলে হারের জন্য দুর্ভাগ্যকে দায় দিচ্ছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাচো ফের্নান্দেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 11:09 AM
Updated : 3 Oct 2018, 11:09 AM

মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটিতে ১-০ গোলে হেরে যায় রিয়াল। সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে এটি হুলেন লোপেতেগির দলের দ্বিতীয় হার।

চোটের কারণে ছিলেন না গ্যারেথ বেল, ইসকো ও মার্সেলো। অধিনায়ক সের্হিও রামোসকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি এ বছর ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী লুকা মদ্রিচকে শুরুর একাদশে রাখেননি লোপেতেগি। কাসেমিরো, করিম বেনজেমা ও মারিয়ানো দিয়াসের কয়েকটি চেষ্টা ক্রসবার ও পোস্টে বাধা পাওয়ায় ২০০৭ সালের পর প্রথমবারের মতো সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে গোল পেতে ব্যর্থ হয় রিয়াল।

তবে হারের জন্য কোচের পরিকল্পনাকে দায় দিতে রাজি নন নাচো।

“হারটা অন্যায্য, দল সবকিছু দিয়েছিল।”

“শটগুলো পোস্টে লেগে ফেরে, সুযোগগুলো নষ্ট হয়, কিন্তু এটাই ফুটবল। আর এই প্রতিযোগিতার এখনও অনেকটা পথ বাকি।”

“সমস্যা হয় যখন আপনি সুযোগ তৈরি করতে পারেন না। কিন্তু আজ (মঙ্গলবার) আমাদের অনেক সুযোগ ছিল।”