রোনালদোর অভাব অনুভব করছেন নাভাস

চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর কাছে অপ্রত্যাশিত হারের পর দলে ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব বোঝা যাচ্ছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 10:45 AM
Updated : 3 Oct 2018, 10:45 AM

মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে যায় রিয়াল। ২০০৭ সালের পর প্রথমবারের মতো সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো মাদ্রিদের দলটি। 
 
ঘরোয়া লিগে গত সপ্তাহে সেভিয়ার কাছে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল।
 
গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেন লা লিগা ও সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের সর্বকালের সেরা গোলদাতা রোনালদো। গত মৌসুমেও দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
 
রোনালদোর বিদায় দলে বিরাট এক শূন্যতা সৃষ্টি করেছে বলে মনে করেন নাভাস।
 
“ক্রিস্তিয়ানো রিয়াল মাদ্রিদে মানদণ্ডটা অনেক উঁচুতে রেখে গেছে। আপনি একটা আঙুল দিয়ে সূর্যকে ঢাকতে পারবেন না।”
 
তবে রোনালদোকে ভুলে সতীর্থদের এগিয়ে যেতে তাগিদ দেন নাভাস।
 
“সে যখন এখানে ছিল, সে অনেক গোল করেছিল। কিন্তু এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে। আর আমরা অতীত নিয়ে থাকতে পারি না।”