‘সংকটে নেই রিয়াল মাদ্রিদ’

চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর কাছে অপ্রত্যাশিত হারের পরও রিয়াল মাদ্রিদ কোনো ধরনের সংকটে নেই বলে দাবি করেছেন দলটির ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 07:43 AM
Updated : 3 Oct 2018, 07:43 AM

মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে যায় রিয়াল। সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে এটি হুলেন লোপেতেগির দলের দ্বিতীয় হার।

ম্যাচের শুরুতেই গোল খাওয়ার পর কাসেমিরো, করিম বেনজেমা ও মারিয়ানো দিয়াসের কয়েকটি চেষ্টা ক্রসবার ও পোস্টে বাধা পাওয়ায় ২০০৭ সালের পর প্রথমবারের মতো সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে গোল পেতে ব্যর্থ হয় রিয়াল।

দলের পারফরম্যান্সে দারুণ চাপে আছেন কোচ। অবশ্য মদ্রিচ মনে করেন, দ্রুতই ছন্দে ফিরবেন তারা।

“এটা কোনো সংকট নয়। কিন্তু যেভাবে আমাদের পারফর্ম করা উচিত, সেভাবে আমরা করতে পারছি না। কোনো সন্দেহ নেই যে আমরা জয়ের ধারায় ফিরব।”

“আজ রাতে (মঙ্গলবার), সিএসকেএ দেখিয়েছে যে তারা খুব ভালোভাবে সংগঠিত। আর তাদের সত্যি ভালো খেলোয়াড় আছে।”

“তারা তাদের সুযোগ কাজে লাগাল, আমরা আমাদেরগুলো কাজে লাগাতে পারলাম না।”

লা লিগায় শেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করা রিয়াল আগামী শনিবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে।