দাবা অলিম্পিয়াডে রোমানিয়ার গ্র্যান্ডমাস্টারকে হারালেন ফাহাদ

দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে উন্মুক্ত ও মহিলা বিভাগে জিতেছে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে রোমানিয়ার গ্র্যান্ডমাস্টার লেভান্তে ভাইদাকে হারিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 05:39 PM
Updated : 2 Oct 2018, 05:39 PM

জর্জিয়ার বাতুমিতে মঙ্গলবার উন্মুক্ত বিভাগের অষ্টম রাউন্ডে রোমানিয়াকে ২.৫-১.৫ ব্যবধানে হারায় বাংলাদেশ। ফিদে মাস্টার ফাহাদের জয়ের দিনে ড্র করেন তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন।

উন্মুক্ত বিভাগে আট রাউন্ড শেষে ২০ পয়েন্ট নিয়ে ৩০ তম স্থানে আছে বাংলাদেশ।

মহিলা বিভাগে ওয়েলসকে ২.৫-১.৫ পয়েন্ট ব্যবধানে হারায় বাংলাদেশ। মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ জিতেছেন। তিন মহিলা ফিদে মাস্টারের মধ্যে শারমিন সুলতানা শিরিন জিতেছেন। ড্র করেছেন জাকিয়া সুলতানা আর হেরেছেন তনিমা পারভীন।

এ বিভাগে আট রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে ৫৩তম স্থানে আছে বাংলাদেশ।