উপভোগের মন্ত্রে মেসির মুখোমুখি হতে চায় টটেনহ্যাম

বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে থামানো অসম্ভব মেনে শিষ্যদের খেলাটা উপভোগ করতে বলেছেন টটেনহ্যাম হটস্পারের কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 12:43 PM
Updated : 2 Oct 2018, 12:43 PM

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনার মুখোমুখি হবে টটেনহ্যাম। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের কাছে ঘরের মাঠে হেরেছিল ইংলিশ ক্লাবটি।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন বার্সেলোনার অধিনায়ক মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত নয় ম্যাচে করেছেন আট গোল। টটেনহ্যামের জন্য তাই বড় বাধা আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। শিষ্যদের উদ্দেশে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের মুখোমুখি লড়াইয়ের সুযোগটা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন পচেত্তিনো।

“আমি সমাধান খুঁজতে চেষ্টা করব না। আমি খেলোয়াড়দের বলব, ‘মেসির বিপক্ষে খেলাটা উপভোগ করো। কারণ তোমরা ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা একজন খেলোয়াড়ের বিপক্ষে খেলার সুযোগ পেতে যাচ্ছো’।”

“তাকে (মেসি) থামানোর উপায় খুঁজে বার করার চেষ্টা করাটা কঠিন। আমি মনে করি, এটা অসম্ভব।”

“শুধু উপভোগ করতে হবে। কাছাকাছি থাকতে হবে, ওই সব খেলোয়াড়দের সাহায্য করতে হবে যারা তার বিপক্ষে খেলবে। সবশেষে, যখন আপনার পায়ে বল থাকবে, তখন বল দখলে রেখে মাঠের বিপরীত অর্ধে খেলতে হবে। লিওকে আপনার গোল থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। কারণ যদি রাখতে না পারেন, ফলটা ভয়ানক হবে।”