নিষেধাজ্ঞায় পাওয়া বিশ্রাম রোনালদোর জন্য ‘ইতিবাচক’

চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচের নিষেধাজ্ঞার জন্য ইয়াং বয়েজের বিপক্ষে খেলতে পারছেন না ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এর ফলে বিশ্রাম পাওয়ায় দলের সেরা খেলোয়াড় উপকৃত হবেন বলে মনে করছেন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 11:32 AM
Updated : 2 Oct 2018, 11:32 AM

জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর গত মাসে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচেই ভালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেন রোনালদো।

মঙ্গলবার সুইজারল্যান্ডের দল ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচে ৩৩ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের অনুপস্থিতিতে আক্রমণভাগে পাওলো দিবালা ও মারিও মানজুকিচের সঙ্গে ফেদেরিকো বের্নারদেস্কি নিয়ে দল সাজানোর পরিকল্পনার কথা সংবাদ সম্মেলনে জানান আল্লেগ্রি।

“ক্রিস্তিয়ানোর বিশ্রাম দরকার ছিল। কারণ সে অনেক বেশি ম্যাচ খেলেছে। শনিবার (নাপোলির বিপক্ষে) সে দারুণ খেলেছিল; এখানে আসার পর তার সেরা ম্যাচ।”

“দিবালা ও মানজুকিচ আগামীকাল (মঙ্গলবার) আক্রমণে থাকবে। বের্নারদেস্কি অনেকটা জায়গা জুড়ে খেলতে পারে। আগামীকাল দলে তার ভূমিকা নিয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে।”