কোচ হাভিয়ের কাবরেরার চিন্তা বাড়িয়েছে ফরোয়ার্ড রাকিব হোসেনের হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট।
জর্জিয়ার বাতুমিতে সোমবার উন্মুক্ত বিভাগে সপ্তম রাউন্ডে তুর্কমেনিস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ। তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব ড্র করেন; হেরে যান মোল্লা আব্দুল্লাহ আল রাকিব। তুর্কমেনিস্তানের ফিদে মাস্টারকে হারান বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।
উন্মুক্ত বিভাগে সাত রাউন্ড শেষে ১৭.৫ পয়েন্ট নিয়ে ৪২ তম স্থানে আছে বাংলাদেশ।
মহিলা বিভাগে ক্রোয়েশিয়ার কাছে ৩-১ ব্যবধানে হারে বাংলাদেশ। দলের হয়ে খেলা দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার ও রানী হামিদ হেরেছেন। ড্র করেন দুই মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন ও জাকিয়া সুলতানা।
সাত রাউন্ড শেষে ১৫.৫ পয়েন্ট নিয়ে ৬৬তম স্থানে আছে বাংলাদেশ।