বাংলাদেশের জয়ের তাড়নার প্রশংসায় লাওস কোচ

ম্যাচ জুড়ে আধিপত্য করা বাংলাদেশের খেলার প্রশংসা করতে ভোলেননি লাওসের কোচ মাইক অং মুন হেং। নিজের শিষ্যদের চেয়ে বিপলু-সুফিলদের জয়ের তাড়না বেশি ছিল বলে ম্যাচ শেষে জানান তিনি।

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 04:37 PM
Updated : 1 Oct 2018, 04:37 PM

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার বিপলু আহমেদের একমাত্র গোলে লাওসকে ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। আগের রাতে বৃষ্টি হওয়ার কারণে মাঠ কিছুটা ভারী এবং অসমান হয়ে ওঠা নিয়েও অতুষ্টি জানান লাওস কোচ।

“এই মাঠে আমরা আসলে খেলতে অভ্যস্ত নই। তবে প্রতিপক্ষ ভালো খেলেছে। আমাদের চেয়ে বাংলাদেশের গোল করার ও জেতার তাড়না বেশি ছিল। তাদের আগ্রাসীভাবটা বেশি ছিল।”

গত মার্চে নিজেদের মাঠে বাংলাদেশকে দুই গোল দিয়ে কোণঠাসা করে ফেলেছিল লাওস। তবে সেবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র নিয়ে ফিরেছিল দল। এবার বাংলাদেশের মাঠে দাপট দেখাতে না পারার কারণ জানালেন লাওস কোচ।

“বাংলাদেশকে আগের চেয়ে ভালো দল মনে হয়েছে। তারা বল দখলে এগিয়ে ছিল। তাদের মধ্যে জেতার মানসিকতা বেশি ছিল। এ কারণে ফল তাদের পক্ষে গেছে।”