রিয়ালে অভিষেকের দিন কখনও ভুলবেন না ভিনিসিউস

রিয়াল মাদ্রিদের মূল দলে অভিষেকের দিনটাকে কখনোই ভুলবেন না বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2018, 11:58 AM
Updated : 30 Sept 2018, 11:58 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্রয়ের ম্যাচে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটিতে অভিষেক হয় ভিনিসিউসের।

ম্যাচের ৮৭তম মিনিটে করিম বেনজেমাকে তুলে ভিনিসিউসকে নামান হুলেন লোপেতেগি। অভিষেকে মাঠে নেমেই গতির দ্যুতি ছড়ান ১৮ বছর বয়সী এই খেলোয়াড়। যোগ করা সময়ে একটা ভালো সুযোগ পেয়েই যাচ্ছিলেন; কিন্তু তাকে ফাউল করে আতলেতিকোকে রক্ষা করেন আনহেল কোররেয়া।

গত জুলাইয়ে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনিসিউস। ২০০০ সালে জন্ম নিয়ে রিয়ালের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হলেন তিনি।

অভিষেক নিয়ে রিয়াল মাদ্রিদ টিভিকে ভিনিসিউস বলেন, “রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলে আমি খুব খুশি।”

“সব খেলোয়াড়কে আমি ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিটি অনুশীলন সেশনে আমাকে উন্নতি করতে সহযোগিতা করেছে। ধন্যবাদ দিতে চাই হুলেন লোপেতেগিকেও। এটা আমার জন্য খুব আনন্দের একটা মুহূর্ত ছিল।”

“শৈশব থেকে বিশ্বের সেরা দল রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন ছিল আমার। সমর্থকদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আমি কৃতজ্ঞ। এটা এমন একটা দিন যা আমি কখনও ভুলব না। এই মুহূর্ত বর্ণনা করার কোনো ভাষা নেই।”