ইউভেন্তুসের হয়ে ‘সেরা খেলা’ রোনালদোর

নাপোলির বিপক্ষে গোল না পেলেও তিনটি গোলেই অবদান রেখেছেন ইউভেন্তুসের ফরোয়ার্ড রোনালদো। তাই কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির কাছে এটাই ইতালিয়ান ক্লাবটিতে পর্তুগিজ তারকার সেরা পারফরম্যান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2018, 11:31 AM
Updated : 30 Sept 2018, 11:31 AM

শনিবার সেরি আতে নিজেদের মাঠে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতে ইউভেন্তুস। ম্যাচের দশম মিনিটে ইউভেন্তুস পিছিয়ে পড়ার পর বিরতির আগেই রোনালদোর দারুণ এক ক্রসে সমতা আনেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মারিও মানজুকিচ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রোনালদোর শট নাপোলির গোলরক্ষক ফিরিয়ে দিলে বল পেয়ে প্রতিযোগিতায় টানা সাতবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন মানজুকিচ। ৭৬তম মিনিটে রোনালদোর হেডের পর বল পেয়ে জয় নিশ্চিত করেন লিওনার্দো বোনুচ্চি।

ম্যাচের পর স্কাই স্পোর্ত ইতালিয়াকে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান আল্লেগ্রি।

“রোনালদো তার ফুটবলটা উপভোগ করছে। সে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। আর গোল করার মতোই সে গোলে সহায়তা করতেও ভালোবাসে।”

“আমি মনে করি যে, সে আজ রাতে (শনিবার) ও ভালেন্সিয়ার বিপক্ষে প্রথম ৩০ মিনিটে এ পর্যন্ত এই মৌসুমে তার সেরা পারফরম্যান্স দেখিয়েছিল।”