পিএসজির জন্য ‘উপহার’ দি মারিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2018 04:34 PM BdST Updated: 30 Sep 2018 04:34 PM BdST
নিসকে হারিয়ে লিগ ওয়ানে পিএসজি টানা অষ্টম জয় তুলে নেওয়ার পর দলের আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোচ টমাস টুখেল।
নিসের মাঠে শনিবার ৩-০ গোলে জিতে পিএসজি। নেইমার প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্সের মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুনকু। যোগ করা সময়ে আবার জালের দেখা পান নেইমার।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হবে পিএসজি। সেই ভাবনায় এই ম্যাচে উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানিকে বিশ্রামে রাখেন টুখেল। আক্রমণভাগে নেইমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে নজর কাড়েন দি মারিয়া। ম্যাচের পর ৩০ বছর বয়সী এই ফুটবলারের প্রশংসা করেন টুখেল।
“আমি দি মারিয়াকে অনেক পছন্দ করি, সে খুব প্রতিভাধর একজন খেলোয়াড়।”
“সে এখন আমার দলের খেলোয়াড়। এটা আমার জন্য একটা উপহার। তার সঙ্গে কাজ করাটা সহজ। প্রতিদিন একদম শুরুতে যারা অনুশীলনে আসে, সে তাদের মধ্যে একজন।”
“তার অনেক দক্ষতা আছে। সে সব সময় দলের জন্য খেলে। এটা আসলেই একটা উপহার।”
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’