বার্সার রক্ষণে উন্নতি চান মেসি

লা লিগায় টানা তিন ম্যাচ জিততে না পারা বার্সেলোনার রক্ষণভাগে আরও উন্নতির দরকার আছে বলে মনে করেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2018, 10:20 AM
Updated : 30 Sept 2018, 10:20 AM

কাম্প নউয়ে শনিবার রাতে লা লিগায় আথলেতিক বিলবাওয়ের কাছে হারতে বসেছিল বার্সেলোনা। শেষে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

আগামী বুধবার টটেনহ্যাম হটস্পারের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকায় আথলেতিকের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিতে চেয়েছিলেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে আক্রমণে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিল না স্বাগতিক দল। প্রথমার্ধে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামানো হয় মেসিকে। ম্যাচের শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাস থেকে এল হাদ্দাদির গোলে হার এড়ায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে দলের রক্ষণের কিছুটা সমালোচনা করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

"রক্ষণে আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে এবং সব ম্যাচে গোল খাওয়া চলবে না, বিষয়টা নিয়ে আমরা সতর্ক আছি।"

এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল বার্সেলোনা। তবে এ নিয়ে চিন্তিত নন মেসি।

"উদ্বেগের কিছু নেই। এটা কেবল মৌসুমের শুরু।"

"আমাদের কেবল গত দুইটা ম্যাচের ফল নিয়ে রাগ হচ্ছে। লেগানেসের মাঠে প্রথমার্ধে আমরা ভালো করেছিলাম এবং হেরে যাই। আমরা জয়ের অনেক পরিস্থিতি তৈরি করেছিলাম।"

লেগানেসের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার আগে নিজেদের মাঠে জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল বার্সেলোনা।