মেসি নির্ভরতা কমাতে বললেন সুয়ারেস

আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ড্র করার পর সতীর্থদের সতর্ক করে দিয়ে বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেস জানিয়েছেন, সবকিছুতে লিওনেল মেসির ওপর নির্ভর করাটা তাদের উচিত নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2018, 10:09 AM
Updated : 30 Sept 2018, 10:09 AM

কাম্প নউয়ে শনিবার রাতে লা লিগায় প্রথমার্ধে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে বার্সেলোনা।

কাতালান ক্লাবটির হার এড়ানো গোলটি করেন মুনির এল হাদ্দাদি। কিন্তু মূল কৃতিত্ব ছিল মেসির। ছোট ডি-বক্সে তার বাড়ানো বলে টোকা দিয়ে ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড এল হাদ্দাদি।

আগামী বুধবার টটেনহ্যাম হটস্পারের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকায় আথলেতিকের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিতে চেয়েছিলেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। কিন্তু বুমেরাং হতে যাচ্ছিল এই পরিকল্পনা। প্রথমার্ধে পিছিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামানো হয় সের্হিও বুসকেতস ও মেসিকে। পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। লিগে টানা দ্বিতীয় পরাজয় এড়ায় গত আসরের চ্যাম্পিয়রা।

তবে মেসির ওপর নির্ভর করে সবসময় এভাবে পার পাওয়াটা দলের জন্য ভালো হিসেবে দেখছেন না উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেস।

"সবকিছু সমাধানে আমরা মেসির ওপর নির্ভর করতে পারি না।"

"লিওনেল ও সের্হিও বুসকেতস উভয়ই আমাদের অনেক কিছু দিয়েছেন। তবে আমরা কেবল তাদের ওপর নির্ভর করতে পারি না।"

এ নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল বার্সেলোনা। তবে শীর্ষ স্থান এখনও ধরে রেখেছে কাতালান দলটি। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। চতুর্থ স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ১২।