রোনালদো-মানজুকিচের নৈপুণ্যে নাপোলিকে হারাল ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2018 11:58 PM BdST Updated: 30 Sep 2018 12:22 AM BdST
ম্যাচের পুরোটা সময় দারুণ খেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোল পাননি, কিন্তু মারিও মানজুকিচের দুটি ও লিওনার্দো বোনুচ্চির একটি গোলে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাতে নাপোলিকে হারিয়ে সেরি আয় জয়ের ধারা ধরে রেখেছে ইউভেন্তুস।
নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
ম্যাচের শুরুতেই গোল খেতে বসেছিল ইউভেন্তুস। পোলিশ মিডফিল্ডার পিওটর জেলিনস্কির শট পোস্টে লাগলে সে যাত্রায় বেঁচে যায় তারা।
তবে বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেনি স্বাগতিকরা। দশম মিনিটে স্পেনের হোসে কায়েহনের পাস গোলমুখে ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন বেলজিয়ামের ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় টানা সাতবারের চ্যাম্পিয়নরা। গোলটিতে বড় কৃতিত্ব রোনালদোর। তার বাঁ পায়ের জোরালো শটে ঝাঁপিয়ে হাত লাগান কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা। বল পোস্টে লেগে অরক্ষিত মানজুকিচের পায়ে গিয়ে। সহজেই দ্বিতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।
৫৮তম মিনিটে বড় ধাক্কা খায় অতিথিরা। পাওলো দিবালাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগিজ ডিফেন্ডার মারিও রুই। এ ঘটনায় দুদলের খেলোয়াড়রা তর্কে জড়িয়ে পড়ে।
৭৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লিওনার্দো বোনুচ্চি। কর্নার থেকে উড়ে আসা বলে রোনালদোর হেডের পর দূরের পোস্টের কাছ থেকে টোকা দিয়ে গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার।

সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। পাঁচ ম্যাচ জেতা নাপোলি ৬ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
এক ম্যাচ কম খেলা সাস্সুয়োলো ১৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
দিনের অন্য ম্যাচে রোমার মাঠে ৩-১ গোলে হারা লাৎসিও সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা রোমার পয়েন্ট ১১।
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের