পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্য বাংলাদেশের

গ্রুপ পর্বে পয়েন্টের সঙ্গে গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারার বিষয়টি আগে থেকেই মাথায় রাখছেন গোলাম রব্বানী ছোটন। বাংলাদেশ কোচ তাই পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করতে চান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2018, 11:47 AM
Updated : 29 Sept 2018, 11:47 AM

ভুটানের থিম্পুর চাংমিলিথাং স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় 'বি'গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ মাঠেই কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেয়েরা।

'বি' গ্রুপে পাকিস্তানের তুলনায় এগিয়ে বাংলাদেশ ও নেপাল। এ দুটি দলেরই গ্রুপ পেরিয়ে প্রথম আসরের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা বেশি। রব্বানীও চাইছেন বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে থাকতে।

"প্রথম ম্যাচ জিতলে আমরা অনেকটাই সেমি-ফাইনালে চলে যাব। তাই প্রথম ম্যাচ জিততে হবে। চেষ্টা করব বড় ব্যবধানে জেতার। দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় ব্যবধানে জিতলে চিন্তা কমে যাবে।"

পাকিস্তানের বিপক্ষে মৌসুমি-তহুরাদের নির্ভার থেকে খেলার পরামর্শও দিচ্ছেন রব্বানী।

"আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলবো। সেই খেলা থেকে যে সুযোগ আসবে, তা থেকে গোল হলেই হলো। এ জন্য অবশ্য মেয়েদের চাপ নেয়ার কিছু নেই। সুযোগ পেলেই গোল আসবেই।"