রিয়ালের হারের সমালোচনায় কাসেমিরো

লা লিগায় সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধে তিন গোল হজম করার পর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে শনিবার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই ব্যর্থতা কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 04:09 PM
Updated : 27 Sept 2018, 04:09 PM

বুধবার লা লিগায় সেভিয়ার মাঠে ৩-০ গোলে হারে রিয়াল। প্রথমার্ধেই তিনটি গোল খায় হুলেন লোপেতেগির দল। চলতি মৌসুমে লিগে এটাই তাদের প্রথম হার।

স্প্যানিশ গণমাধ্যমকে কাসেমিরো বলেন, “আমরা প্রথমার্ধটা ছেড়ে দিলাম। যেভাবে আমরা পুরো মৌসুমটা খেলেছি, তেমন খেলতে পারলাম না।”

“সেভিয়া খুব কঠিন একটা প্রতিপক্ষ। আর যদি আমরা ৪৫ মিনিট ছেড়ে দেই, এমনই ঘটে।”

তবে এই ফলাফল আতলেতিকোর বিপক্ষে প্রভাব ফেলবে না বলেই মনে করেন কাসেমিরো।

“প্রতিটি ম্যাচই কঠিন। ঘরের মাঠে যখন আতলেতিকোর বিপক্ষে খেলব, আমাদের পয়েন্ট পেতেই হবে। তারা দারুণ একটা প্রতিপক্ষ।”