একটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ কারও গোটা ক্যারিয়ারকে ফুটিয়ে তুলতে পারে না, বলছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ড ব্রুইনে।
সুইজারল্যান্ডের নিওঁতে বৃহস্পতিবার এই ভোট হয়। একীভূত জার্মানিতে প্রথমবারের মতো হতে যাচ্ছে ইউরো। এর আগে ১৯৮৮ সালে এই টুর্নামেন্ট বসেছিল পশ্চিম জার্মানিতে। অন্য দিকে, তুরস্কে এখনও ফুটবলের বড় কোনো টুর্নামেন্ট হয়নি।
২০২০ ইউরোর খেলা হবে ইউরোপ জুড়ে। ইউরো ২০২৪ দিয়ে টুর্নামেন্ট ফিরবে একক স্বাগতিক দেশের ফরম্যাটে। জার্মানির আসরের অংশ নেবে ২৪টি দল। জুন-জুলাইয়ে হতে যাওয়া টুর্নামেন্টে ৩২ দিনে ১০টি ভেন্যুতে ম্যাচ হবে ৫১টি।
২০০৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু বার্লিনে হবে ইউরোরও ফাইনাল। অন্য নয়টি ভেন্যু হল কোলন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, ফ্র্যাঙ্কফুর্ট, গেলজেনকিয়াশেন, হামবুর্গ, লাইপজিগ, মিউনিখ ও স্টুটগার্ট।