বার্সার হারের দায় নিচ্ছেন কোচ

লা লিগায় লেগানেসের কাছে অপ্রত্যাশিত হারের পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 11:37 AM
Updated : 27 Sept 2018, 11:37 AM

বুধবার লেগানেসের মাঠে ২-১ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। ১২তম মিনিটে অতিথিদের এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কৌতিনিয়ো। তবে বিরতির পর ছন্দ হারায় এরনেস্তো ভালভেরদের দল।
 
দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় লেগানেস।
 
এই ম্যাচে নির্ভরযোগ্য ফরোয়ার্ড লুইস সুয়ারেস ও স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবাকে শুরুর একাদশে রাখেননি ভালভেরদে। হারের পর ব্যর্থতার দায় নিজেই নেন স্প্যানিশ এই কোচ।
 
“অবশ্যই, শেষ পর্যন্ত দায়টা কোচেরই। হারার পর একজন কোচের যেমন অনুভূতি হয়, আমি তেমন অনুভব করছি।”
 
“এটাই ফুটবল। আর এমনটা ঘটতেই পারে। কখনো কখনো একটা ম্যাচে যা কিছু ঘটে তা ব্যাখ্যা করাটা কঠিন।”
 
“আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করলাম। কিন্তু আমাদের ম্যাচ থেকে ছিটকে দিতে তাদের মোটে এক মিনিটই লাগল।”
 
পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ সেভিয়ার কাছে হারায় শীর্ষেই আছে বার্সেলোনা।