চেস অলিম্পিয়াডে রানীদের জয়, জিয়াদের হার

চেস অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে মেয়েদের বিভাগে জিতেছে বাংলাদেশ। তবে উন্মুক্ত বিভাগে হেরেছে দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 07:28 PM
Updated : 26 Sept 2018, 07:28 PM

জর্জিয়ার বাতুমিতে গত মঙ্গলবার পর্তুগালকে ৩.৫০-দশমিক ৫০ ব্যবধানে হারিয়েছে দল।

বাংলাদেশের হয়ে খেলা দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা ও রানী হামিদ জিতেছেন। দুই মহিলা ফিদে মাস্টারের মধ্যে শারমিন সুলতানা শিরিন জিতেছেন; ড্র করেছেন তনিমা পারভীন।

তৃতীয় রাউন্ডে উন্মুক্ত বিভাগে ভিয়েতনামের কাছে ৩.৫-০ দশমিক ৫ পয়েন্টে হারে বাংলাদেশ।

উন্মুক্ত বিভাগে বাংলাদেশের হয়ে খেলেন তিন গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান ও নিয়াজ মোরশেদ এবং ফিদে মাস্টার ফাহাদ মাস্টার। তিনে জনের মধ্যে কেবল গ্র্যান্ডমাস্টার রাজীব প্রতিপক্ষের ইন্টারন্যাশনাল মাস্টারের সঙ্গে ড্র করেন।