দাবা অলিম্পিয়াডে জিয়াদের জয়, রানীদের হার

দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে জয়ের ধারায় আছে বাংলাদেশ। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে মহিলা বিভাগে হেরেছে দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 06:46 PM
Updated : 25 Sept 2018, 06:46 PM

জর্জিয়ার বাতুমিতে উন্মুক্ত বিভাগের দ্বিতীয় রাউন্ডে ইন্টারন্যাশনাল ব্রেইল চেস অ্যাসোসিয়েশনের দাবাড়ুদের বিপক্ষে ৪-০ পয়েন্টে জিতে বাংলাদেশ। দলের হয়ে খেলেন তিন গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার ফাহাদ রহমান।

উন্মুক্ত বিভাগে এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। প্রথম রাউন্ডে পালাওকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল জিয়া-রাজীবরা।

মেয়েদের বিভাগে আগের রাউন্ডে কসোভোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে স্পেনের কাছে ২.৫-১.৫ পয়েন্ট ব্যবধানে হারে।

দলের হয়ে খেলা দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টারের মধ্যে রানী হামিদ জিতেন; হারেন শামীমা আক্তার। দুই মহিলা ফিদে মাস্টারের মধ্যে তনিমা পারভীন ড্র করেন আর হেরে যান শারমিন সুলতানা শিরিন।