ফিফা বর্ষসেরার অনুষ্ঠানে মেসি-রোনালদোকে দেখতে চেয়েছিলেন মদ্রিচ

‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো উপস্থিত থাকলে খুশি হতেন বলে জানিয়েছেন এ বছরের সেরা খেলোয়াড় লুকা মদ্রিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 07:37 AM
Updated : 25 Sept 2018, 07:37 AM

সোমবার লন্ডনে জমকালো এক অনুষ্ঠানে রোনালদো ও মোহামেদ সালাহকে হারিয়ে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট এই মিডফিল্ডার। অনুষ্ঠানে ছিলেন না সময়ের অন্যতম সেরা দুই ফরোয়ার্ড মেসি ও রোনালদো।

ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে রিয়ালের টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদ্রিচের। আর রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রেখে জিতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। ৩৩ বছর বয়সী এই ফুটবলার জানান, মেসি ও রোনালদো দুজনকেই অনুষ্ঠানে চেয়েছিলেন তিনি।

“প্রত্যেকের নিজস্ব কারণ আছে। অবশ্যই, আমি তাদের এখানে থাকাটা পছন্দ করতাম। কিন্তু তারা নেই।”

সাবেক সতীর্থ রোনালদোর সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মদ্রিচ বলেন, “না। উয়েফার পুরস্কার দেওয়ার দিনে সে আমাকে একটা বার্তা দিয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত আর কিছুই না। আমার সঙ্গে এখন ফোনটা নেই। হয়তো সে একটা বার্তা দিয়েছে।”