'দিবালার পারফরম্যান্সে বাধা ফিটনেস'

ফ্রেসিনোনের মাঠে পাওলো দিবালার হতাশাজনক পারফরম্যান্সের কারণ হিসেবে তার ফিটনেস সমস্যার কথা বলেছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 12:48 PM
Updated : 24 Sept 2018, 12:48 PM

সেরি আয় রোববার ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় ইউভেন্তুস। ম্যাচের শেষ দিকে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর বদলি নামা ফেদেরিকো বের্নারদেস্কির যোগ করা সময়ের গোলে জয় নিশ্চিত হয় লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

ম্যাচটিতে আক্রমণভাগে নিজেকে মেলে ধরতে ব্যর্থ ছিলেন দিবালা। তাল মেলাতে পারেননি তারকা ফরোয়ার্ড রোনালদোর সঙ্গে।

তবে ২৪ বছর বয়সী দিবালার উপর আস্থা হারাচ্ছেন না আল্লেগ্রি। তার মতে, আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়ের আরও সুযোগের দরকার।

চলতি লিগে এখন পর্যন্ত ইউভেন্তুসের ছয় ম্যাচের তিনটিতে শুরুর একাদশে খেলা দিবালার পারফরম্যান্স নিয়ে স্কাই স্পোর্ট ইতালিয়াকে আল্লেগ্রি বলেন, "তার খেলার দরকার। আমি সবসময় বলেছি, দৌড় পাওলোর সেরা শারীরিক গুণ।"

"সে আজ কিছু কাজ ভালো করেছিল। তবে তাকে খেলতে হবে। তার টেকনিক ও ড্রিবলিং কার্যকর। ফিটনেস পাওয়ার সঙ্গে সঙ্গে এটা আরও ভালো হবে।”