রেনকে হারিয়ে জয়ে ফিরল পিএসজি

ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেয়ে বসে পিএসজি। তবে ঘুরে দাঁড়িয়ে রেনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 02:53 PM
Updated : 23 Sept 2018, 03:24 PM

ফ্রান্সের লিগ ওয়ানে রোববার স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পিএসজি।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেরেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে দশম মিনিটে গোল খেতে বসেছিল পিএসজি। দারুণ এক আক্রমণে ফরাসি মিডফিল্ডার জেমস লেয়া সিলিকির শটে পরাস্ত হয়েছিলেন গোলরক্ষক জানলুইজি বুফ্ফন। কিন্তু শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে দলকে বাঁচান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

পরের মিনিটেই অবশ্য পিছিয়ে পড়ে তারা। ফরাসি মিডফিল্ডার ক্লেমাঁ গ্রেনিয়ের কর্নার দুর্ভাগ্যজনকভাবে আদ্রিওঁ রাবিওর কাঁধে লেগে জালে ঢুকে যায়।

৪৩তম মিনিটে নেইমারের উঁচু করে বাড়ানো বলে এদিনসন কাভানির ফ্লিক পাঞ্চ করে ফেরান গোলরক্ষক। খানিক পরই সমতায় ফেরে পিএসজি।

৪৫তম মিনিটে বাইলাইন থেকে জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলারের কাটব্যাক ডি-বক্সের বাইরে ডামি করেন কাভানি। আর ছুটে এসে নিচু শটে পোস্ট ঘেঁষে জাল খুজে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় পিএসজি। নেইমারের পাস পেয়ে কাভানির শট লাগে পোস্টে। পরের মিনিটে দি মারিয়ার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৬১তম মিনিটে তমা মুনিয়ের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। নেইমারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান বেলজিয়ামের এই ডিফেন্ডার।

লিভারপুলের কাছে হারের ম্যাচেও একটি গোল করেছিলেন মুনিয়ে।

৮৩তম মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের ব্যবধান বাড়ালে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় অতিথিদের।

ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল। তৃতীয় স্থানে থাকা মোঁপেলিয়ের পয়েন্ট ১১।