দিবালাকে স্ট্রাইকার হিসেবে খেলাতে চান ইউভেন্তুস কোচ

আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে স্ট্রাইকার হিসেবে খেলাতে পারেন বলে জানিয়েছেন ইউভেন্তুসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 10:08 AM
Updated : 23 Sept 2018, 10:08 AM

চলতি মৌসুমে সেরি আয় ইউভেন্তুসের প্রথম চার ম্যাচের দুটিতে শুরুর একাদশে ছিলেন দিবালা। পার্মার বিপক্ষে বদলি হিসেবে মোটে দশ মিনিট খেলার সুযোগ পান। আর লাৎসিওর বিপক্ষে মাঠেই নামা হয়নি ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

দিবালার শক্তির দিকগুলো নিয়ে কাজ করতে চান আল্লেগ্রি। ইতালিয়ান এই কোচ মনে করেন, স্ট্রাইকার হিসেবে খেলতে পারবেন দিবালা।

“আমি দিবালাকে স্ট্রাইকার হিসেবে খেলাতে পারি। হ্যাঁ, আমি মনে করি এটা সম্ভব। আপনারা যদি মনে করতে পারেন, এটা এমন কিছু যা আমরা এরই মধ্যে দুই মৌসুম আগে চেষ্টা করেছিলাম।”

“আমরা যদি এই কৌশলে খেলি, আমাদের দুইজন উইঙ্গারকে আরও আক্রমণাত্মকভাবে খেলতে হবে। কারণ পাওলো এমন খেলোয়াড় নয় যে শুধু বক্সে খেলে; সে পেছনে আসে আর দলকে খুব ভালো খেলতে সাহায্য করে। সেজন্য তার বৈশিষ্ট্য অনুযায়ীই আমার তাকে ব্যবহার করতে হবে।”

রোববার সেরি আতে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় ফ্রোসিনোনের মাঠে খেলবে ইউভেন্তুস।