‘রোনালদোর প্রমাণের কিছু নেই’

চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের হয়ে নিজের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখার পর ক্রিস্তিয়ানো রোনালদোর নতুন করে প্রমাণের কিছু আছে বলে মনে করছেন না দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 09:21 AM
Updated : 23 Sept 2018, 09:21 AM

বুধবার ভালেন্সিয়ার মাঠে ২-০ গোলের জয় পায় সেরি আ চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ধাক্কা দিয়ে ১৫৪ ম্যাচের চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেন ৩৩ বছর বয়সী রোনালদো।

রোববার সেরি আতে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় ফ্রোসিনোনের মাঠে খেলবে ইউভেন্তুস। এ ম্যাচে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের আলাদাভাবে কিছু প্রমাণের আছে বলে মনে করেন না আল্লেগ্রি।

“সে দারুণ পারফরম্যান্স দেখাবে যেমনটা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ৩০ মিনিটে দেখিয়েছিল।”

“প্রত্যেকেরই সবসময় তাকে ঘিরে খুব বেশি প্রত্যাশা থাকে। কিন্তু আপনারা কি মনে করেন, তার এখনও প্রমাণের কিছু আছে? আমি মনে করি যে তার শুধু খেলা ও নিজেকে উপভোগ করা দরকার। আর গোল করা দরকার যেটা সবসময় সে করে। তার ক্যারিয়ারে এরই মধ্যে সে সবকিছু প্রমাণ করেছে।”

“আমি নিশ্চিত যে সে দারুণ খেলবে। বুধবারের ঘটনা এরই মধ্যে অতীত।”

এ বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে পাঁচ ম্যাচে দুটি গোল করেছেন রোনালদো।