এস্পানিওলের বিপক্ষে কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ লড়াই করল এস্পানিওল। শেষ পর্যন্ত অবশ্য খালি হাতেই ফিরতে হয় দলটিকে। মার্কো আসেনসিওর কিছুটা সৌভাগ্যপ্রসূত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হুলেন লোপেতেগির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 08:43 PM
Updated : 22 Sept 2018, 09:00 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল। গত সপ্তাহে আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছিল স্পেনর সফলতম দলটি।

গত ফেব্রুয়ারিতে লিগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছিল রিয়াল।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করলেও প্রতিপক্ষের সীমানায় ঠিক সুবিধা করতে পারছিল না রিয়াল। উল্টো ৩৫তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। প্রতি-আক্রমণে দারুণ জায়গায় বল পেয়েছিলেন এর্নান পেরেস; কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগটি নষ্ট করেন প্যারাগুয়ের ফরোয়ার্ড।

অবশেষে ৪১তম মিনিটে আসে পার্থক্য গড়ে দেওয়া গোল। করিম বেনজেমাকে লক্ষ্য করে লুকা মদ্রিচের বাড়ানো বল প্রতিপক্ষের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান আসেনসিও। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

আসেনসিও অফসাইডে ছিলেন সন্দেহে শুরুতে গোলের বাঁশি বাজাননি রেফারি। তবে ভিএআরের মাধ্যমে তা দূর হলে উল্লাসে ফেটে পড়ে বের্নাবেউ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো; কিন্তু ডি-বক্সের বাইরে থেকে ইসকোর বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৪তম মিনিটে সের্হিও রামোসের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

এর মাঝে ৬৪তম মিনিটে রামোসের ভুলেই গোল খেতে বসেছিল রিয়াল। ছুটে আসা প্রতিপক্ষের ফরোয়ার্ড বোরহাকে যেন খেয়ালই করেননি রিয়াল অধিনায়ক। বল ধরে গোলরক্ষকের উপর দিয়ে দারুণ এক চিপ করেন বোরহা। ক্রসবারে বল লাগলে বেঁচে যায় স্পেনের সফলতম ক্লাবটি। 

সমতায় ফিরতে ম্যাচের শেষ দিকে আক্রমণাত্মক খেলতে শুরু করে অতিথিরা। রিয়ালের রক্ষণে বেশ কবার ভীতিও ছড়ায় তারা; কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ১২।

রায়ো ভাইয়েকানোকে তাদেরই মাঠে ৫-১ গোলে জেতা আলাভেস পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা সেল্তা ভিগো ৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

দিনের আরেক ম্যাচে গেতাফের মাঠে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৮। গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে আছে তারা।