বর্ষসেরার পুরস্কারে মদ্রিচকে এগিয়ে রাখছেন লোপেতেগি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2018 11:10 PM BdST Updated: 21 Sep 2018 11:12 PM BdST
ব্যালন ডি'অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে লুকা মদ্রিচকে এগিয়ে রাখছেন রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগি।
রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় অবদান রাখেন ৩৩ বছর বয়সী মদ্রিচ। জিতেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল'।
এ মাসের শুরুতে সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। তালিকায় মদ্রিচের সঙ্গে রোনালদো ছাড়াও আছেন লিভারপুলের মোহামেদ সালাহ। গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি ও ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন শু জেতা লিওনেল মেসির তালিকায় জায়গা না পাওয়াটা অনেকের কাছে ছিল বিস্ময়কর।
আগামী শনিবার লন্ডনে এক অনুষ্ঠানে ২০১৮ সালের 'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার কার প্রাপ্য বলে মনে করেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লোপেতেগি জানান, "আমি ব্যক্তিগত পুরস্কারে খুব বেশি বিশ্বাস করি না।"
"ফুটবল একটা দলগত খেলা। কিন্তু যদি দারুণ খেলোয়াড়দের স্বীকৃতি দিতেই হয়, তবে আমি চাইব এটা আমাদের ক্লাবে যাক। মদ্রিচের দারুণ একটা মৌসুম কেটেছে।"
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়