বুধবার প্রতিযোগিতার গ্রুপ পর্বে ভালেন্সিয়ার মাঠে ২-০ গোলের জয় পায় সেরি আ চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার জেইসন মুরিয়োকে হালকা ধাক্কা দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ৩৩ বছর বয়সী রোনালদো।
১৫৪ ম্যাচের চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে চোখের জলে মাঠ ছাড়েন পর্তুগিজ তারকা। উয়েফার নিয়ম অনুযায়ী, কমপক্ষে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ফরোয়ার্ড। আর নূন্যতম দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলার সুযোগ পাবেন না রোনালদো।
গতমৌসুম থেকে সেরি আয় ব্যবহার করা হচ্ছে ভিএআর প্রযুক্তি। এ বছরে রাশিয়া বিশ্বকাপেও ছিল এই প্রযুক্তি।
রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট আল্লেগ্রি স্কাই স্পোর্ত ইতালিয়াকে বলেন, “শুধু এতটুকুই বলতে পারি যে, ওই পরিস্থিতিতে ভিএআর অবশ্যই রেফারিকে সাহায্য করতো। চ্যাম্পিয়ন্স লিগে ২০তম মিনিটে(২৯তম মিনিটে) ১০ জনের দলে পরিণত হওয়াটা হতাশাজনক।"
“আজ আমরা হারের ঝুঁকিতে পড়েছিলাম। এখন আমরা শুধু আশা করতে পারি যেন সে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ না হয়।”