দাবা অলিম্পিয়াডে পঞ্চাশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

আগের অর্জনকে ছাপিয়ে যাওয়া নয়, বরং দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে পঞ্চাশের মধ্যে থাকার লক্ষ্য নিয়ে জর্জিয়ায় যাচ্ছেন বাংলাদেশের দাবাড়ুরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 04:13 PM
Updated : 20 Sept 2018, 04:13 PM

আগামী রোববার জর্জিয়ার বাতুমি শহরে বসবে দাবা অলিম্পিয়াডের ৪৩তম আসর। এবারের প্রতিযোগিতায় উন্মুক্ত বিভাগে ১৮৫টি ও মহিলা বিভাগে ৬০টি দেশ অংশ নেবে।

১১ জনের দল নিয়ে আগামী শনিবার জর্জিয়ায় রওনা দেবে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে খেলবেন তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজিব, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও মোহাম্মদ ফাহাদ রহমান। রিজার্ভ খেলোয়াড় হিসেবে যাচ্ছেন আমিনুল ইসলাম।

মহিলা বিভাগে খেলবেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা ও রানী হামিদ এবং তিন মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, শামীমা শারমিন শিরিন ও জাকিয়া সুলতানা।

২০১২ সালে ইস্তাম্বুলে হওয়া অলিম্পিয়াডের ৪০তম আসরে উন্মুক্ত বিভাগে ৩৩তম হওয়া বাংলাদেশের সেরা সাফল্য। সেই সাফল্যকেও ছাপিয়ে যাওয়ার চেয়ে ২০১৬ সালে আজারবাইজানের বাকুর আসরের ব্যর্থতা ভোলার দিকেই মনোযোগ বেশি কোচ-কর্মকর্তাদের।

বাকুতে উন্মুক্ত বিভাগে ১৮০ দেশের মধ্যে ৭৬তম ও মহিলা বিভাগে ১৩৯ দেশের মধ্যে ৭৭তম হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ দাবা ফেডারেশনে সংবাদ সম্মেলনে সংস্থাটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম লক্ষ্য নিয়ে ওঠা প্রশ্নে বলেন, “এবারের দাবা অলিম্পিয়াডে আমাদের লক্ষ্য ৫০টি দেশের মধ্যে থাকা।”

কোচ ইগর রাউসিসও সুর মেলান সাধারণ সম্পাদকের সঙ্গে।

"উনি ঠিকই বলেছেন। আমি আশাবাদী আজারবাইজানের চেয়ে জর্জিয়াতে আমরা ভালো করব।"