যৌথভাবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে ফ্রান্স ও বেলজিয়ামের ইতিহাস

ফিফা র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষে উঠেছে ফ্রান্স ও বেলজিয়াম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 12:47 PM
Updated : 20 Sept 2018, 01:30 PM

সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ইউরোপের দুটি দেশেরই পয়েন্ট সমান ১৭২৯। ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৫ বছরের ইতিহাসে এর আগে কখনোই যৌথভাবে শীর্ষে ওঠেনি দুটি দল।

বিশ্বকাপ জয়ের পর উয়েফা নেশন্স লিগে জার্মানির সঙ্গে ড্র করার পর নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় দিদিয়ের দেশমের ফ্রান্স। আর তৃতীয় হওয়া বেলজিয়াম এ মাসে প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারানোর পর উয়েফা নেশন্স লিগে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায়।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তারপরেই আছে বিশ্বকাপের ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া।

সেরা দশে পরিবর্তন হয়েছে আর একটি। নয় থেকে দশে নেমে গেছে ডেনমার্ক। বিশ্বকাপে রাশিয়ার কাছে হেরে বিদায় নেওয়া স্পেন আছে নবম স্থানে।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগের মতোই আছে একাদশ স্থানে। আর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি তিন ধাপ এগিয়ে উঠে এসেছে দ্বাদশ স্থানে।