ব্যালন ডি'অর মদ্রিচের প্রাপ্য: ইসকো

এবারের ব্যালন ডি'অর লুকা মদ্রিচ জিতবে বলে বিশ্বাস রিয়াল মাদ্রিদে তার সতীর্থ ইসকোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 11:04 AM
Updated : 20 Sept 2018, 11:47 AM

টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মিশনে শুরুটা দারুণ হয়েছে রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার 'জি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোমাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় দলটি। ইসকোর ফ্রি-কিকে এগিয়ে যাওয়ার পর মদ্রিচের দারুণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন মারিয়ানো দিয়াস। 

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার পেছনে বড় অবদান রাখা মদ্রিচ জিতেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার আরও  অনেক ব্যক্তিগত পুরস্কার জিতবে বলে বিশ্বাস স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর।

"মদ্রিচ প্রতি ম্যাচে আমাদের অনেক কিছু দেয়। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা সবাই তার পর্যায়ের হতে পারব।"

"ব্যালন ডি'অর তার প্রাপ্য। সে অনন্য একজন  খেলোয়াড়।"

নতুন কোচ হুলেন লোপেতেগির অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে শুরু করতে পেরে ভীষণ খুশি ইসকো। সামনে আরও ভালো কিছু পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।

"আমরা খুব খুশি। খুব ভালো একটা ম্যাচের পাশাপাশি এটা দারুণ একটা ফল। আমরা আরও বেশি গোল করতে পারতাম।"

"আমাদের উন্নতি ধরে রাখতে হবে। আমরা মাত্র শুরু করলাম। ছোট ছোট ভুল শোধরানোর সময় আমাদের আছে।"