ম্যানসিটির মাঠে লিওঁর জয়

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর কাছে ঘরের মাঠে হেরে গেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 09:19 PM
Updated : 19 Sept 2018, 10:15 PM

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে হারে সিটি।

ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় লিঁও। বাঁ দিক দিয়ে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করার পর নাবিল ফেকিরের বাড়ানো ক্রস প্লেসিং শটে জালে জড়িয়ে দেন ম্যাক্সওয়েল করনেট।

৪৩তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ফেকির। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি এই ফরোয়ার্ডের জোরালো শট ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা গোল পায় সিটি। ৬৭তম মিনিটে লেরয় সানের কাট-ব্যাক থেকে পাওয়া বল প্লেসিং শটে লক্ষ্যে পৌঁছে দেন বের্নার্দো সিলভা। কিন্তু হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না চলতি প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকা সিটির জন্য।

গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের মাঠে ২-২ গোলে ড্র করেছে জার্মানির হফেনহাইম।