লিভারপুলের কাছে হার মানতে পারছেন না পিএসজি কোচ

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে দলের হার ঠিক মানতে পারছেন না পিএসজির কোচ টমাস টুখেল। তার মতে, ম্যাচের এই ফল যথার্থ নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 01:52 PM
Updated : 19 Sept 2018, 01:52 PM

গ্রুপ পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার অ্যানফিল্ডে ৩-২ গোলে হারে টুখেলের দল।

২-০ গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফিরিয়েছিলেন তমা মুনিয়ে ও কিলিয়ান এমবাপে। তবে শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রবের্তো ফিরমিনোর গোলে জয় পায় গতবারের রানার্সআপরা।

ফলাফলে ম্যাচের সত্যিকারের চিত্র ফুটে উঠছে না বলে মনে করেন টুখেল। শেষ দিকে ইউলিয়ান ড্রাক্সলার সুযোগ কাজে লাগাতে পারলে পিএসজির জয়ের সম্ভাবনার কথাও বলেন ৪৫ বছর বয়সী এই কোচ।

“প্রথমার্ধে আমরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছি। আমার কাছে ফলাফলটা যৌক্তিক বা সঠিক নয়।”

“আমরা প্রথমার্ধে দুটি গোল হজম করেছিলাম। কিন্তু কখনোই কোনো অবস্থাতেই আমরা আমাদের বিশ্বাস হারাইনি।”

“আমরা অনেক সাহস ও মানসিক দৃঢ়তার সঙ্গে খেলেছিলাম। সম্ভবত দ্বিতীয়ার্ধে আমরা বেশিই সহজে প্রতিপক্ষকে বল দিয়ে দিয়েছি। কিন্তু এটা অ্যানফিল্ড, ইয়ুর্গেন ক্লপ তিন বছর ধরে এখানে তার দল নিয়ে কাজ করেছে।”