নেইমারদের আক্রমণে ঘাটতি দেখছেন কোচ

লিভারপুলের বিপক্ষে নেইমার, কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানিকে নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগে আগ্রাসী মনোভাবের অভাব ছিল বলে মনে করেন দলটির কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 10:14 AM
Updated : 19 Sept 2018, 10:24 AM

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রবের্তো ফিরমিনোর গোলে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে জয় পায় লিভারপুল।

ম্যাচে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি নেইমার, এমবাপে ও কাভানি। অবশ্য খেলার ধারার বিপরীতে দলকে সমতায় ফিরিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। ম্যাচটিতে তার দলের আরও আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল বলে মনে করেন টুখেল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেন, “এটা সত্যি যে, আক্রমণভাগের তিন জনের থেকে আমরা অনেক বেশি আশা করি। আর সম্ভবত এটা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। আমাদের পুরো মাঠ জুড়েই উন্নতি করতে হবে।”

“আমরা জানি, ওই তিন জনকে গোলের সুযোগ করে দিতে দলের বাকিরা খুব কঠোর পরিশ্রম করে।”

“হয়তো মাঠের ওই ভাগে আমরা আরও একটু আক্রমণাত্মক মনোভাব দেখাতে পারতাম। হয়তো মাঝে মধ্যে গোলের দিকে আরও একটু সরাসরি খেলার দরকার ছিল।"

তবে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী টুখেল। প্রতিযোগিতায় নিজেদের উন্নতির জন্য যথেষ্ট সময় আছে বলেও মনে করেন তিনি।

আগামী ৩ অক্টোবর সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা।