রোনালদোর স্মৃতি পেছনে ফেলে এগোনোর প্রত্যয় রামোসের

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে ক্রিস্তিয়ানো রোনালদোর সময়ের সাফল্যের স্মৃতি আঁকড়ে না ধরে নতুন করে শুরুর আহবান জানিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 05:19 PM
Updated : 18 Sept 2018, 05:19 PM

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় এএস রোমার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতার শেষ পাঁচ আসরের চারটিতেই শিরোপা জিতেছে রিয়াল।

মাদ্রিদের ক্লাবটির অসাধারণ এ সাফল্যের অন্যতম কারিগর ছিলেন রোনালদো। নয় বছর সান্তিয়াগো বের্নাবেউয়ে কাটিয়ে গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেন পর্তুগিজ ফরোয়ার্ড। চলে গেছেন দলটিকে টানা তিনবার ইউরোপ সেরার ট্রফি জেতানো কোচ জিনেদিন জিদানও। এবারে তাই নতুন কোচ হুলেন লোপেতেগির অধীনে নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রামোস বলেন, “ক্রিস্তিয়ানো রিয়াল মাদ্রিদের ইতিহাসের দুর্দান্ত একটা সময়ে এখানে ছিল। সে প্রায় সব রেকর্ডই ভেঙ্গেছিল।”

“কিন্তু ক্রিস্তিয়ানো কি করেছিল তা নিয়ে আমরা বসে থাকতে পারি না। আমাদের প্রতি মৌসুমেই আবার শুরু করতে হবে। সে যে শূন্যতা রেখে গেছে তা বড়। কিন্তু তা অন্য সব খেলোয়াড় দিয়ে পূরণ করা হয়েছে যাদের আকাঙ্ক্ষা অনেক।”

“ক্রিস্তিয়ানো এখানে থাকার সময় আমরা যেমন প্রতিদ্বন্দ্বিতা করতাম তা এখনও পারি।… আমাদের এগিয়ে যেতেই হবে।”