মোহামেডানের দায়িত্বে ইংলিশ কোচ ইভান্স

ইংলিশ কোচ ক্রিস্টোফার ইভান্সকে এক বছরের জন্য দায়িত্ব দিয়েছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 01:16 PM
Updated : 18 Sept 2018, 01:16 PM

১৯৯৯ সাল থেকে কোচিং শুরু করা ইভান্স কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পেলেন এই প্রথম। আগে নরউইচ সিটির যুব দলের সঙ্গে কাজ করেছেন তিনি। চেলসির ইয়ুথ ডেভেলপমেন্ট প্রধানের দায়িত্বেও ছিলেন।

নতুন দায়িত্ব নিয়ে দারুণ রোমাঞ্চিত ইভান্স মঙ্গলবার সাংবাদিকদের জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির মাধ্যমেই এ দেশের ফুটবল সম্পর্কে তার জানাশোনা।

“পল স্মলি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার পর থেকেই বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা জন্মায়। পলের মাধ্যমে যোগাযোগ শুরু। পরবর্তীতে মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর প্রস্তাব পাই। তার প্রস্তাবে সাড়া দিয়ে এলাম।”

“আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। মোহামেডানে সেই চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি মোহামেডানকে সর্বোচ্চ প্রতিদান দিতে চাই। এখানে আসার আগে আমি এখানকার ফুটবল নিয়ে পড়াশোনা করেছি। আমি মনে করি না, কাজটা আমার জন্য কঠিন হবে।”

প্রিমিয়ার লিগ হওয়ার পর এখনও শিরোপা স্বাদ পায়নি মোহামেডান। গত লিগেও তারা হয়েছিল পঞ্চম। শিরোপা জয়ী আবাহনী লিমিটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল ২০।