মেসির নেতৃত্বের প্রশংসায় বার্সা সভাপতি

অধিনায়ক হিসেবে বার্সেলোনায় লিওনেল মেসি খুব ভালো আছেন বলে বিশ্বাস ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউয়ের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 10:00 AM
Updated : 18 Sept 2018, 10:00 AM

আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর গত অগাস্টে কাতালান দলটির অধিনায়ক হিসেবে ৩১ বছর বয়সী মেসির নাম ঘোষণা করা হয়।

আর্জেন্টাইন তারকার নেতৃত্বের প্রশংসা করে সোমবার এক রেডিও সাক্ষাৎকারে বার্তেমেউ বলেন, “মেসি এখানে দারুণ সুখে আছে। বার্সেলোনায় সাফল্য পাওয়াটা চালিয়ে যাওয়া নিয়ে সে আনন্দিত ও রোমাঞ্চিত।”

“মেসি একটা পরিবর্তন এনেছে। সে অধিনায়কত্ব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।”

আগামী বছরের শুরুতে জিরোনার বিপক্ষে লা লিগার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলতে রাজি হয়েছে বার্সেলোনা। তাদের এমন সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে। বার্তেমেউ দাবি, লা লিগার প্রসারে চেষ্টা করছেন তারা।

“লা লিগা প্রস্তাব করেছিল যে আমরা বাইরে একটা ম্যাচ খেলি। আর এই পরিকল্পনাকে ভালোই মনে হলো। লিগটির প্রসারে আমাদের দায়িত্ব আছে।”

“আপনাকে সমর্থকদের যতটা পারা যায় কাছে যেতে হবে। আর উপার্জনের নতুন নতুন উৎস খুঁজে বের করতে হবে। বাইরে একটা ম্যাচ খেলাটা আমাদের সাহায্য করতে পারে।”

“যদি এটা খেলা যায় (যুক্তরাষ্ট্রে), আমরা খেলব। ক্লাবের অধিনায়কদের এটা জানানো হয়েছে।”