পিএসজিকে এগিয়ে রাখলেন লিভারপুল কোচ

দারুণ ছন্দে চলতি মৌসুম শুরু করেছে লিভারপুল। তবে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ‘হাইভোল্টেজ’ ম্যাচের আগে প্রতিপক্ষকেই এগিয়ে রাখলেন ইংলিশ ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 06:14 PM
Updated : 17 Sept 2018, 06:14 PM

ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্বে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় ঘরের মাঠে পিএসজির বিপক্ষে খেলবে গতবারের রানার্সআপরা।

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জয়ের আত্মবিশ্বাস নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামতে যাচ্ছে লিভারপুল। তবে ইউরোপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে দল গোছানো ফরাসি চ্যাম্পিয়নদেরই এগিয়ে রাখলেন ক্লপ।

“এই প্রতিযোগিতায় পিএসজি অন্যতম ফেভারিট। তাহলে এই ম্যাচে আমরা কিভাবে ফেভারিট হই?”

“প্যারিসের ক্লাবটির শক্তি সম্পর্কে সবাই জানে-তাদের দলটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তৈরি করা হয়েছে। তাদের যে খেলোয়াড় আছে, যে কোচ আছে, তারা সবাই একত্রিত হয়েছে যতদূর সম্ভব যাওয়ার জন্য।”

“আমরা অ্যানফিল্ডে খেলব। আশা করি, এটা বাড়তি একটা সুবিধা হতে পারে।”

পিএসজিও মৌসুমের শুরুটা দারুণ করেছে। লিগ ওয়ানে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। এই সময়ে প্রতিপক্ষের জালে ১৭ বার বল পাঠিয়েছে তারা, বিপরীতে খেয়েছে মাত্র চার গোল।