নেইমারের 'নাটুকেপনা' নিয়ে ভাবছে না লিভারপুল

মাঠে রেফারির সহানুভূতি পেতে নাটুকেপনার জন্য বেশ খ্যাতি আছে নেইমারের। তবে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হওয়ার আগে পিএসজির এই তারকার অমন আচরণ নিয়ে ভাবতে চান না লিভারপুলের লেফট-ব্যাক অ্যান্ডি রবার্টসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 03:05 PM
Updated : 17 Sept 2018, 03:05 PM

ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় লিভারপুলের মাঠে খেলতে নামবে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচটির জন্য নেইমারকে সতেজ রাখতে গত শুক্রবার লিগে সাঁত এতিয়েনের বিপক্ষে তাকে বিশ্রাম দেয় কোচ টমাস টুখেল।

নিজ নিজ ঘরোয়া লিগে শতভাগ জয়ের ধারায় থেকে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে দল দুটি।

চোটের কারণে দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস বাইরে থাকার পর রাশিয়া বিশ্বকাপে মাঠে নামেন নেইমার। সেখানে প্রত্যাশানুযায়ী খেলতে পারেননি তিনি। উল্টো ফাউলের শিকার হয়ে রেফারিদের সহানুভূতি পেতে নাটুকেপনা করায় পড়েন সমালোচনার মুখে। তবে সেসব নিয়ে ভাবতে চান না রবার্টসন।

"সে বিশ্বমানের একজন খেলোয়াড়। তার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। তার দক্ষতাই এ বিষয়ে কথা বলে।"

"লোকে বলে, সে একটুতেই পড়ে যায়। তবে এটা আমাদের দেখার বিষয় নয়। এটা রেফারির সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। বিষয়টা থেকে আমরা দূরে থাকব।"

"তার দক্ষতার প্রতি আমাদের নজর দিতে হবে। আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে, তার অনেক গুণ আছে। এই খেলোয়াড়কে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।"

"আমাদের জন্য ভাবনার বিষয় হলো, তাদের খুব ভালো মানের অনেক খেলোয়াড় আছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে।"