পেনাল্টি নেওয়ায় উন্নতি করতে চান মেসি

পেনাল্টি নেওয়ায় নিজের আরও উন্নতি করা দরকার বলে মনে করেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 09:04 AM
Updated : 16 Sept 2018, 09:05 AM

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে দেখা হয়। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কিছু না জিতলেও ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ৩৩টি শিরোপা জয়ে বড় অবদান রাখার পাশাপাশি জিতেছেন ব্যক্তিগত অনেক পুরস্কার।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে একটি স্পটকিক নিয়ে গোল করতে ব্যর্থ হন মেসি। শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে বার্সেলোনার ২-১ গোলের জয়ের পর স্পটকিক নেওয়া প্রসঙ্গে কাতালুনিয়া রেডিওকে ৩১ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, "পেনাল্টিতে আমি আরও কার্যকর হয়ে উঠতে চাই।"

"তবে পেনাল্টি নিয়ে কাজ করাটা কঠিন। অনুশীলনে পেনাল্টি শট নেওয়া আর খেলায় নেওয়া এক নয়। আপনার মাথায় একটা পরিকল্পনা থাকতে পারে বা আপনি যা নিয়ে কাজ করেছেন সেটাও থাকতে পারে। তবে এটা যেমন মনে হয় তার চেয়েও কঠিন।"

"গোলরক্ষকেরও এটা নিয়ে অনেক কিছু করার থাকে। সঠিক অনুমান করতে পারলে তারা এটা ঠেকায়। তবে আমি যে পেনাল্টি নেওয়ায় আরও ভালো করতে চাই সেটা পরিষ্কার।"