ওয়াটফোর্ডের জয়রথ থামাল ইউনাইটেড

ওয়াটফোর্ডের জয়রথ থামিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 06:42 PM
Updated : 15 Sept 2018, 06:56 PM

শনিবার স্থানীয় সময় বিকালে প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে জোসে মরিনিয়োর দল। প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে শেষ পাঁচ ম্যাচে রেড ডেভিলদের এটা দ্বিতীয় জয়। 

৩৫তম মিনিটে অ্যাশলে ইয়ংয়ের ক্রসে বল রোমেলু লুকাকুর বুকে লেগে জালে জড়ালে এগিয়ে যায় অতিথিরা। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ৩৯ ম্যাচে ২০ গোল করলেন বেলজিয়ান এই ফরোয়ার্ড। 

চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস স্মলিং। মারোয়ান ফেলাইনির ফ্লিকে বল পেয়ে বুক দিয়ে নামিয়ে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই ডিফেন্ডার।

ম্যাচের ৬৫তম মিনিটে ব্যবধান কমিয়ে আশা জাগায় প্রথম চার ম্যাচের সবকটিতেই জয় পাওয়া ওয়াটফোর্ড। সতীর্থের কাট-ব্যাক ডি-বক্সে মাঝ বরাবর ফাঁকায় পেয়ে জোরালো শটে গোলটি করেন স্ট্রাইকার আন্ড্রে গ্রে। তবে বাকি সময়ে সমতাসূচক গোলের দেখা আর পায়নি দলটি।

ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ওয়াটফোর্ডের মিডফিল্ডার উইল হিউজকে ফেলে দিলে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়া হন ইউনাইটেডের মিডফিল্ডার নেমানিয়া মাতিচ।

এই জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ১৫। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৩। এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে ওয়াটফোর্ড।