ফুলহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির বড় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 04:14 PM
Updated : 15 Sept 2018, 06:57 PM

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলের জয় পায় সিটি। নবাগত উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ড্রয়ের পর টানা দ্বিতীয় জয় তুলে নিল পেপ গুয়ার্দিওলার দল।

প্রতিপক্ষের ভুলে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে ভুল পাসের সুযোগে প্রতিপক্ষের অর্ধে বল পেয়ে যান ফের্নান্দিনিয়ো। দ্রুত গতিতে বাঁ দিক থেকে ফুলহ্যামের বক্সে ঢুকে লেরয় সানেকে পাস দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আগুয়ান প্রতিপক্ষ গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন জার্মান মিডফিল্ডার। 

২১তম মিনিটে বাই লাইন থেকে বের্নার্দো সিলভার কাট ব্যাকে ফুলহ্যামের ডি-বক্সে বল পান দাভিদ সিলভা। ডান পায়ের শটে বল জালে জড়ান স্প্যানিশ এই মিডফিল্ডার।

বিরতির পর সিটিকে তৃতীয় গোল এনে দেন রাহিম স্টার্লিং। ৪৭তম মিনিটে সের্হিও আগুয়েরোর ক্রসে ব্যবধান ৩-০ করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৩।

নবাগত কার্ডিফ সিটিকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে চেলসি। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১৫।

দিনের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারানো লিভারপুল সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিযে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

আর নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জেতা আর্সেনাল ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।